Kolkata Police Constable GK 2025| প্রশ্ন-উত্তর পর্ব ০১

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
Telegram Channel Join Now

Kolkata Police Constable GK 2025

কলকাতা পুলিশের এক্সাম শুরু হচ্ছে ২০/১২-২৫তারিখে আপনারা যে সকল ক্যান্ডিডেট রয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য ২০ টি gk practice সেট যেগুলি কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । প্রতিনিয়ত gk practice সেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।

  1. ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’ কে লিখেছেন?
    A. আগাথা ক্রিস্টি
    B. উইলিয়াম শেক্সপিয়র
    C. আর্থার কোনান ডয়েল
    D. রবার্ট লুই স্টিভেনসন
Correct Answer: C. আর্থার কোনান ডয়েল

  1. পিটের ভারত আইন কত সালে পাস হয়?
    A. ১৭৭৩
    B. ১৭৮৪
    C. ১৮১৩
    D. ১৮৫৮
Correct Answer: B. ১৭৮৪

  1. ‘ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া’-এর বর্তমান নাম কী?
    A. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
    B. ব্যাংক অফ ইন্ডিয়া
    C. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
    D. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
Correct Answer: C. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

  1. মুহাম্মদ বিন তুঘলক রাজধানী কোথায় সরান?
    A. দিল্লি
    B. আগ্রা
    C. দৌলতাবাদ
    D. লাহোর
Correct Answer: C. দৌলতাবাদ

  1. মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান কোন সালে শুরু হয়?
    A. ১৯২০
    B. ১৯৩০
    C. ১৯৪২
    D. ১৯১৯
Correct Answer: B. ১৯৩০

  1. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
    A. আন্নামুডি
    B. ডোডাবেটা
    C. কানচনজঙ্ঘা
    D. নন্দাদেবী
Correct Answer: B. ডোডাবেটা

  1. নিচের কোনটি রবি ফসল নয়?
    A. গম
    B. বার্লি
    C. ছোলা
    D. তুলা
Correct Answer: D. তুলা

  1. পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ কোথায় ছিল?
    A. চন্দননগর
    B. শ্রীরামপুর, হুগলি
    C. ডায়মন্ড হারবার
    D. মেদিনীপুর
Correct Answer: B. শ্রীরামপুর, হুগলি

  1. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
    A. মঙ্গল
    B. শনি
    C. ইউরেনাস
    D. বৃহস্পতি
Correct Answer: D. বৃহস্পতি

  1. আলোকবর্ষ কিসের একক?
    A. সময়
    B. বল
    C. দূরত্ব
    D. শক্তি
Correct Answer: C. দূরত্ব

  1. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী?
    A. সোডিয়াম সালফেট
    B. সোডিয়াম কার্বনেট
    C. সোডিয়াম ক্লোরাইড
    D. ক্যালসিয়াম কার্বনেট
Correct Answer: B. সোডিয়াম কার্বনেট

  1. সূর্যের শক্তির উৎস কী?
    A. নিউক্লিয় বিভাজন
    B. দহন
    C. নিউক্লিয় সংযোজন
    D. তেজস্ক্রিয় ক্ষয়
Correct Answer: C. নিউক্লিয় সংযোজন

  1. রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলা হয়?
    A. পলিমারাইজেশন
    B. কন্ডেনসেশন
    C. অক্সিডেশন
    D. ভলকানাইজেশন
Correct Answer: D. ভলকানাইজেশন

  1. অন্ধকূপ হত্যা কার সময়ে ঘটে?
    A. আলিবর্দি খাঁ
    B. সিরাজ উদ দৌলা
    C. মীর কাসিম
    D. মীর জাফর
Correct Answer: B. সিরাজ উদ দৌলা

  1. বিধবা বিবাহ আইন কে পাশ করেন?
    A. লর্ড ডালহৌসি
    B. লর্ড রিপন
    C. লর্ড ক্যানিং
    D. লর্ড কার্জন
Correct Answer: C. লর্ড ক্যানিং

  1. বেদ ভাষ্য কার রচনা?
    A. রামমোহন রায়
    B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    C. দয়ানন্দ সরস্বতী
    D. বিবেকানন্দ
Correct Answer: C. দয়ানন্দ সরস্বতী

  1. লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
    A. বাল গঙ্গাধর তিলক
    B. লালা লাজপত রায়
    C. শ্যামজি কৃষ্ণ বর্মা
    D. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Correct Answer: C. শ্যামজি কৃষ্ণ বর্মা

  1. ভারতের গ্রান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়?
    A. গোপালকৃষ্ণ গোখলে
    B. মহাত্মা গান্ধী
    C. দাদাভাই নৌরজী
    D. সুভাষচন্দ্র বসু
Correct Answer: C. দাদাভাই নৌরজী

  1. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
    A. ১৯২২
    B. ১৯৩০
    C. ১৯৪২
    D. ১৯১৯
Correct Answer: B. ১৯৩০

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে?
    A. আবুল কালাম আজাদ
    B. বদরুদ্দীন তায়েবজী
    C. ফজলুল হক
    D. মোহাম্মদ আলী জিন্নাহ
Correct Answer: B. বদরুদ্দীন তায়েবজী