Happy Guru Purnima Wishes
গুরু পূর্ণিমা (guru purnima wishes) হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় । তবে আষাঢ় মাসের এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামে অভিহিত করা হয় কারণ এই বিশেষ দিনে মহাভারত রচনাকারী এবং বেদ রচনাকারী ঋষি মুনি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। উনার নাম অনুসারে এই বিশেষ দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। তবে এই পূর্ণিমা ভারতের সবাই পালন করে থাকেন। প্রত্যেক ব্যক্তি তারা নিজেদের জীবনে কর্মযোগের উন্নতির স্বার্থে গুরুদের বিশেষভাবে সম্মান অভ্যর্থনা জানান এই দিনে। অন্যান্য স্থানে এই ব্যাস পূর্ণিমা তিথিতে বিশেষ মেলা এবং পূজা পালন করা হয়। হিন্দু ধর্মদের মতে এই দিনে গুরু পূজা এবং উপবাস করে শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর নাম জপ করলে সংসারের মঙ্গল হয় এবং কর্মজীবনের আরো উন্নতি হয়ে ওঠে।

Happy Guru Purnima! 🙏 Thank you for being the light that shines in all my darkness. 🌟
শুভ গুরু পূর্ণিমা! 🙏 আপনি আমার জীবনের আলোর পথিক, আপনার শিক্ষা চিরকাল আমার সঙ্গী থাকবে। 🌺
A guru is not just a teacher, but a mentor, a guide, and a friend. 🌠 Wishing you a peaceful Guru Purnima! 🌼
আপনার জ্ঞানই আমার জীবনের আলো। শুভ গুরু পূর্ণিমা! 🙏📖
On this special day, let’s honor those who showed us the way! 🛤️ Happy Guru Purnima!
যাঁরা আমাদের মনের অন্ধকার দূর করেন, তাঁদের জানাই শত শত প্রণাম। 🌕🙏
To the one who believed in me before I believed in myself — Happy Guru Purnima! 💛
আপনি শুধুই শিক্ষক নন, আপনি একজন অনুপ্রেরণা। শুভ গুরু পূর্ণিমা! 🌟
A true guru inspires, encourages, and elevates. Let’s thank them today. 🙌 Happy Guru Purnima!
এই গুরু পূর্ণিমায়, আসুন হৃদয় থেকে গুরুজনদের শ্রদ্ধা জানাই। 💐🙏
Guru Purnima is the celebration of wisdom, patience, and guidance. Salute to all the teachers! 🙏📘
যাঁরা আমাদের জীবনে আলো এনেছেন, তাঁদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। শুভ গুরু পূর্ণিমা! 🌠
To my guru – thank you for awakening my soul and mind. You are my eternal inspiration. 🙏💫
আপনি শেখালেন কীভাবে স্বপ্ন দেখতে হয়, আর কীভাবে তা পূরণ করতে হয়। শুভ গুরু পূর্ণিমা! 🎓
Teachers like you are blessings in life. Happy Guru Purnima! 🙏🌼