HCSL Recruitment 2025
হুগলি কোচিং শিপইয়ার্ড লিমিটেডে কোম্পানির পক্ষ থেকে ওয়ার্ক ম্যান পদের জন্য মোট আটটি পোষ্টের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে। এখানে যে সকল প্রার্থী আবেদন করবেন এডুকেশন কোয়ালিফিকেশন আইটিআই অবশ্যই থাকতে হবে আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই নোটিফিকেশনটি ফলো করতে হবে এছাড়াও আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.hooglycsl.com নোটিফিকেশনগুলি চেক করে নিতে পারেন।
HCSL Special Officer Notification 2025 Overview
হুগলি কোচিং শিপিয়ার্ড কোম্পানিতে অপারেটর, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক, অপারেটর প্রিজারভেশন, পদের জন্য মোট আটটি পোষ্টের জন্য নিয়োগ চলছে, যে সফল করছে আবেদন করবেন নিচে বিস্তারিত সম্পন্ন তথ্য গুলি নিয়ে আলোচনা করা হলো।
Also Read:- Tamluk Ghatal Central Co Operative Bank sub staff Recruitment 2025 – Apply for 41 Post @tgccb.co.in
Purba Medinipur Land & Land Reforms Office Jobs 2025 – Apply Online for 19 Post
Hooghly CSL Recruitment 2025 | |
Organization | Hooghly Cochin Shipyard Limited (HCSL) |
Name of Post | Operator and Welder Cum Fitter Vacancy 2025 |
Total Post | 8 |
Application Mode | Online |
Starting date of Applicaton | 07-01-2025 (from 10:00 hrs. onwards) |
Last Date of Application | 01-02-2025 |
Official Website | https://hooghlycsl.com/ |
HCSL Eligibility Criteria
Education Qualification Details
যে সকল প্রার্থীর আবেদন করবেন আপনাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আইটিআই বিভাগে মেকানিস্ট অথবা ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অফ ওয়েলদার, ওয়েলদার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল, ফিটার পাইপ এন্ড প্লাম্বার এই সমস্ত কোর্স করা থাকলে এবং সাথে দু বছরের যে কোন সরকারি প্রতিষ্ঠান থেকে সিট বিল্ডিং শিপ্র রিপেয়ারিং অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন।
Age Limits
বয়সের সমান সীমা ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই পোস্টগুলিতে।
Application Fee
- আবেদনটির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি (UR) দের জন্য ৪০০ টাকা নন রিফান্ডেবল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এই সমস্ত দ্বারা পেমেন্ট করতে পারবেন।
- এছাড়াও এসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কোন আবেদন ফ্রি লাগবে না।
Salary
- বেতনের ক্ষেত্রে ২১,৩০০ থেকে ৬৯ হাজার ৮৪০ টাকা পর্যন্ত বেতন রয়েছে।
Selection Process
- সিলেকশন পদ্ধতি আপনাদের দুইটি ধাপে হবে প্রথম ধাপে অবজেক্ট টাইপ কোশ্চেন অনলাইনের মাধ্যমে হবে এবং অফলাইন পেস্ট হবে যেখানে ৩০ নম্বর থাকছে।
- দ্বিতীয় ধাপে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে ৭০ নাম্বার থাকছে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।।
How to apply
আবেদন করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে (www.hooglycsl.com) গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে
এরপর আপনাদেরকে লগইন করে ক্যারিয়ার Option এ গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন।
Important Dates
Application Start Date | 07/01/2025 |
Application End Date | 01/02/2025 |
Hooghly CSL Recruitment 2025 Important Links
Apply Online | ClickHere | ||||||||
Notification | ClickHere | ||||||||
Official Website | ClickHere | ||||||||
Join Telegram Page | ClickHere |
Frequently Asked Question (FAQ)
প্রশ্ন ১: কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?
উত্তর: হুগলি কোচিং শিপইয়ার্ড লিমিটেডে ওয়ার্ক ম্যান পদের জন্য মোট ৮টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রশ্ন ২: আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
উত্তর: প্রার্থীদের অবশ্যই ITI (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) কোয়ালিফিকেশন থাকতে হবে।
প্রশ্ন ৩: আবেদন করার জন্য বয়সসীমা কত?
উত্তর: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রশ্ন ৪: আবেদন কিভাবে করব?
উত্তর: আবেদন প্রক্রিয়া এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। সেগুলি অনুসরণ করুন।