বন্ধুরা আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব যে আপনি কিভাবে ফটোগ্রাফি করে মাসে ভালো পরিমাণে আয় করতে পারবেন। যদি আপনি মনে করেন ফটোগ্রাফির জন্য ডিএসএলআর এর প্রয়োজন তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণা করছেন। যদি আপনি মোবাইলের মাধ্যমে ভালো ফটো বা ক্যামেরা করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে ফটোগ্রাফি থেকে ইনকাম করা। আপনি হয়তো শুনে থাকবেন সন্দীপ মহেশ্বরীর নাম যিনি প্রথমে ফটোগ্রাফি করতেন কিন্তু একসময় উনাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তবে বর্তমানে তিনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি যদি শুরু করতে চান তাহলে যেটি করতে হবে বর্তমানে সব থেকে জনপ্রিয় ফটোগ্রাফার কোম্পানি Shutter Stock Join করতে হবে ।
Photography করে ইনকাম করুন মাসে ২০ -৩০ হাজার টাকা পর্যন্ত
WhatsApp Group
Join Now
Instagram Profile
Join Now
Telegram Channel
Join Now
শাটার স্টক একটি বড় জনপ্রিয় কোম্পানি যেখানে আপনি বিভিন্ন ধরনের ফটো আপলোডিং করে ভিউ এবং ডাউনলোডের বিনিময়ে টাকা উপার্জন করতে পারবেন। তবে ফটোগ্রাফি করার সময় আপনাদেরকে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে সেটা কোম্পানির সাথে কাজ করার জন্য সেটা হলো আপনি কোন রকম ভাবে এডিটিং ফটো বা কোন জায়গা থেকে ডাউনলোড করা ফটো এখানে আপলোড করতে পারবেন না কারণ এটা তাদের রুলের বাইরে চলে যাচ্ছে। তাই যদি আপনি মোবাইল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ফটোগ্রাফি করে থাকেন তাহলে সেই সমস্ত ফটোগুলিকে আপনি Shutter Stock এ আপলোড করতে পারেন। Shutter Stock e একাউন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর অথবা ব্রাউজারে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে স্যার স্টক কন্ট্রিবিউটর। Shutter Stock Contributor আসার পর আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। এরপর আপনি যখনই পার্সোনাল ইনফরমেশন দিয়ে সাইন আপ করে করেনিবেন একাউন্ট ভেরিফিকেশনের সময় আপনাকে পেমেন্ট অপশন অবশ্যই সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চান। যদি আপনার PayPal একাউন্ট থেকে থাকে তাহলে আপনি পেমেন্ট একাউন্ট কে সিলেক্ট করতে পারবেন এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি Upload Option e ক্লিক করে ফটো আপলোডিং করতে পারেন। আপলোড করার পর যেখানে আপনাকে টাইটেল দেওয়া অবশ্যই প্রয়োজনীয় কারণ Shutter Stock এ যখনই ফটো সার্চ করে থাকে তখন কিওয়ার্ড লিখে থাকে তো যখনই আপনার কিওয়ার্ড টি ম্যাচ করবে তখন আপনার ফটোগুলি শো করবে ইউজারদের কাছে তাই কিওয়ার্ড মেনশন করা এবং ট্যাগ মেনশন করা অবশ্যই উচিত। আপনার ফটো যত পরিমাণে ডাউনলোড এবং ভিউ হবে সেই পরিমাণে আপনি টাকা উপার্জন করবেন। Shutter Stock e Photo আপলোড করার পরে ২৪ ঘন্টা সময় নেই এপ্রুভ করার জন্য, কিন্তু এতটা সময় লাগে না দু’ঘণ্টার ভেতরে আপনার ফটো review হয়ে যায়। এরপরেস্ট কোম্পানি আপনার ফটোটিকে ইউসারদের কাছে সেন্ড করে ডাউনলোড এবং ভিউ করার জন্য।