Current Affairs Today 2025 [MCQ] Part 5 |বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
Telegram Channel Join Now

১. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন কে?
ক. আলাউদ্দিন খলজি
খ. মুহাম্মদ বিন তুঘলক
গ. গিয়াসউদ্দিন বালবান
ঘ. ইলতুৎমিশ

Correct Answer: ক. আলাউদ্দিন খলজি

২. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে?
ক. গগনেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জামিনী রায়
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর

Correct Answer: ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর

৩. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে?
ক. উত্তল
খ. অবতল
গ. সমতল
ঘ. উভয়দিকে উত্তল

Correct Answer: ক. উত্তল

৪. কাবেরি নদীর একটি উপনদীর নাম কী?
ক. ভবানী
খ. ভীমা
গ. তুংভদ্রা
ঘ. গোদাবরী

Correct Answer: ক. ভবানী

৫. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে?
ক. রাজ্যপাল
খ. মুখ্যমন্ত্রী
গ. মুখ্যসচিব
ঘ. সচিব

Correct Answer: গ. মুখ্যসচিব

৬. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত?
ক. মুম্বাই
খ. কলকাতা
গ. দিল্লী
ঘ. হায়দরাবাদ

Correct Answer: গ. দিল্লী

৭. নিচের কোন দুটি কুস্তিগিরের নাম?
ক. সচিন ও ধোনি
খ. বজরং পুনিয়া ও ববিতা
গ. সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত
ঘ. অভিনব বিন্দ্রা ও নীরজ চোপড়া

Correct Answer: গ. সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত

৮. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কী?
ক. নবান্ন
খ. উত্তরকন্যা
গ. রাজভবন
ঘ. উত্তরমন্ডল

Correct Answer: খ. উত্তরকন্যা

৯. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল?
ক. ১৯৭১
খ. ১৯৯৯
গ. ১৯৬৫
ঘ. ২০০১

Correct Answer: খ. ১৯৯৯

১০. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কী?
ক. লুমেন
খ. লাক্স
গ. ক্যান্ডেলা
ঘ. ওয়াট

Correct Answer: গ. ক্যান্ডেলা

১১. হাওয়া মহল কে নির্মাণ করেন?
ক. সাজ্জান সিংহ
খ. সওয়াই জয় সিংহ
গ. প্রতাপ সিংহ
ঘ. মহারানা প্রতাপ

Correct Answer: গ. প্রতাপ সিংহ

১২. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. আর কে নারায়ণ
গ. মুন্সি প্রেমচাঁদ
ঘ. জহরলাল নেহরু

Correct Answer: খ. আর কে নারায়ণ

১৩. মোপলা বিদ্রোহ কত সালে হয়?
ক. ১৯১৯
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯২২

Correct Answer: গ. ১৯২১

১৪. আকবরনামার রচয়িতা কে ছিলেন?
ক. আবুল কালাম
খ. আবুল ফজল
গ. বদাউনি
ঘ. বীরবল

Correct Answer: খ. আবুল ফজল

১৫. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. কলকাতা
গ. ঢাকা
ঘ. রাজশাহী

Correct Answer: গ. ঢাকা

১৬. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে?
ক. লাল সাগর
খ. ভূমধ্যসাগর
গ. আরব সাগর
ঘ. আটলান্টিক মহাসাগর

Correct Answer: খ. ভূমধ্যসাগর

১৭. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. তামিলনাড়ু
খ. কেরালা
গ. অন্ধ্রপ্রদেশ
ঘ. ওড়িশা

Correct Answer: গ. অন্ধ্রপ্রদেশ

১৮. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কী?
ক. ক্রোমোসোম
খ. সিস্ট্রন
গ. নিউক্লিওটাইড
ঘ. কোডন

Correct Answer: খ. সিস্ট্রন

১৯. বল্লভভাই প্যাটেলকে প্রথম ‘সর্দার’ আখ্যা দেন কে?
ক. মহাত্মা গান্ধি
খ. বরদৌলির মহিলারা
গ. পন্ডিত নেহরু
ঘ. লোকমান্য তিলক

Correct Answer: খ. বরদৌলির মহিলারা

২০. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
ক. কক্লিয়া
খ. অটোলিথ
গ. সেমিসারকুলার ক্যানাল
ঘ. ড্রাম

Correct Answer: খ. অটোলিথ