
১. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন কে?
ক. আলাউদ্দিন খলজি
খ. মুহাম্মদ বিন তুঘলক
গ. গিয়াসউদ্দিন বালবান
ঘ. ইলতুৎমিশ
২. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে?
ক. গগনেন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জামিনী রায়
ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
৩. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে?
ক. উত্তল
খ. অবতল
গ. সমতল
ঘ. উভয়দিকে উত্তল
৪. কাবেরি নদীর একটি উপনদীর নাম কী?
ক. ভবানী
খ. ভীমা
গ. তুংভদ্রা
ঘ. গোদাবরী
৫. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে?
ক. রাজ্যপাল
খ. মুখ্যমন্ত্রী
গ. মুখ্যসচিব
ঘ. সচিব
৬. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত?
ক. মুম্বাই
খ. কলকাতা
গ. দিল্লী
ঘ. হায়দরাবাদ
৭. নিচের কোন দুটি কুস্তিগিরের নাম?
ক. সচিন ও ধোনি
খ. বজরং পুনিয়া ও ববিতা
গ. সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত
ঘ. অভিনব বিন্দ্রা ও নীরজ চোপড়া
৮. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কী?
ক. নবান্ন
খ. উত্তরকন্যা
গ. রাজভবন
ঘ. উত্তরমন্ডল
৯. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল?
ক. ১৯৭১
খ. ১৯৯৯
গ. ১৯৬৫
ঘ. ২০০১
১০. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কী?
ক. লুমেন
খ. লাক্স
গ. ক্যান্ডেলা
ঘ. ওয়াট
১১. হাওয়া মহল কে নির্মাণ করেন?
ক. সাজ্জান সিংহ
খ. সওয়াই জয় সিংহ
গ. প্রতাপ সিংহ
ঘ. মহারানা প্রতাপ
১২. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. আর কে নারায়ণ
গ. মুন্সি প্রেমচাঁদ
ঘ. জহরলাল নেহরু
১৩. মোপলা বিদ্রোহ কত সালে হয়?
ক. ১৯১৯
খ. ১৯২০
গ. ১৯২১
ঘ. ১৯২২
১৪. আকবরনামার রচয়িতা কে ছিলেন?
ক. আবুল কালাম
খ. আবুল ফজল
গ. বদাউনি
ঘ. বীরবল
১৫. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. কলকাতা
গ. ঢাকা
ঘ. রাজশাহী
১৬. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে?
ক. লাল সাগর
খ. ভূমধ্যসাগর
গ. আরব সাগর
ঘ. আটলান্টিক মহাসাগর
১৭. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. তামিলনাড়ু
খ. কেরালা
গ. অন্ধ্রপ্রদেশ
ঘ. ওড়িশা
১৮. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কী?
ক. ক্রোমোসোম
খ. সিস্ট্রন
গ. নিউক্লিওটাইড
ঘ. কোডন
১৯. বল্লভভাই প্যাটেলকে প্রথম ‘সর্দার’ আখ্যা দেন কে?
ক. মহাত্মা গান্ধি
খ. বরদৌলির মহিলারা
গ. পন্ডিত নেহরু
ঘ. লোকমান্য তিলক
২০. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
ক. কক্লিয়া
খ. অটোলিথ
গ. সেমিসারকুলার ক্যানাল
ঘ. ড্রাম