
WB SSC Group C & Group D GK 2026
ডাবলু বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো তোমরা যে সকল প্রার্থী আবেদন করেছ প্রতিদিন তোমাদের এখানে মকটেস্ট আপলোড করা হবে, তোমরা অবশ্যই আমাদের এখানে এসে মক টেস্ট দিয়ে যাবে। আজকে দেখে নেব গুরুত্বপূর্ণ 30 টি জিকে যেগুলি বিগত বছরের আশা গুরুত্বপূর্ণ জিকে । আরো নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের নোটিফিকেশন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন ।
১. ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
A. আবুল কালাম আজাদ
B. জওহরলাল নেহরু
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. ডঃ রাজেন্দ্র প্রসাদ
২. পান্ড্য বংশের রাজধানীর নাম কী?
A. উরাইয়ুর
B. কাঞ্চী
C. তাঞ্জোর
D. মাদুরাই
৩. ‘নিষিদ্ধ দেশ’ নামে পরিচিত অঞ্চল কোনটি?
A. তিব্বত
B. নেপাল
C. ভুটান
D. মঙ্গোলিয়া
৪. আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে?
A. বাঘা যতীন
B. অরবিন্দ ঘোষ
C. সূর্য সেন
D. ক্ষুদিরাম বসু
৫. পাহাড়ে বাধার ফলে হওয়া বৃষ্টিকে কী বলে?
A. মৌসুমি বৃষ্টি
B. শৈলোৎক্ষেপ বৃষ্টি
C. পরিচলন বৃষ্টি
D. ঘূর্ণিঝড় বৃষ্টি
৬. ‘সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া’ কোন শহর?
A. পুনে
B. চেন্নাই
C. হায়দ্রাবাদ
D. বেঙ্গালুরু
৭. ধর্ম পালনের স্বাধীনতা সংবিধানের কোন ধারায় আছে?
A. ২৩–২৪
B. ২৫–২৮
C. ২৯–৩০
D. ১৯–২২
৮. নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে পরাজিত করেন?
A. রাজরাজ চোল
B. সমুদ্রগুপ্ত
C. প্রথম পুলকেশী
D. দ্বিতীয় পুলকেশী
৯. কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী ছিল?
A. ১৮৫৮ খ্রিস্টাব্দ
B. ১৭৭২ খ্রিস্টাব্দ
C. ১৭৬৫ খ্রিস্টাব্দ
D. ১৭৫৭ খ্রিস্টাব্দ
১০. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
A. ধননন্দ
B. মহাপদ্ম নন্দ
C. বিম্বিসার
D. অজাতশত্রু
১১. পূর্ণবয়স্ক মানুষের শরীরে ক্যানাইন দাঁতের সংখ্যা কত?
A. ৬টি
B. ৮টি
C. ২টি
D. ৪টি
১২. “মুদ্রারাক্ষস” গ্রন্থটির রচয়িতা কে?
A. কালিদাস
B. ভবভূতি
C. বানভট্ট
D. বিশাখাদত্ত
১৩. নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়?
A. নিম্ন গতিতে
B. মধ্যম গতিতে
C. উচ্চ গতিতে
D. সমান গতিতে
১৪. FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. প্যারিস
B. জেনেভা
C. নিউইয়র্ক
D. রোম
১৫. আরশোলার হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?
A. ১১ টি
B. ১২ টি
C. ১৪ টি
D. ১৩ টি
১৬. নিম্নের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ?
A. যকৃত
B. ফুসফুস
C. অ্যাপেন্ডিক্স
D. বৃক্ক
১৭. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কী?
A. সুন্দরবন
B. জিম করবেট
C. কাজিরাঙা
D. হেমিস
১৮. রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
A. ২৫ বছর
B. ৩০ বছর
C. ৩৫ বছর
D. ৪০ বছর
১৯. পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
A. তবলা
B. বীণা
C. সেতার
D. সরোদ
২০. বিধানসভায় সভাপতিত্ব করেন কে?
A. মুখ্যমন্ত্রী
B. গভর্নর
C. ডেপুটি স্পিকার
D. স্পিকার
২১. বিশ্ব পরিবার দিবস কবে পালিত হয়?
A. ১৫ই মে
B. ১লা জানুয়ারি
C. ৫ই জুন
D. ১০ই ডিসেম্বর
২২. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
A. ডেভিড হেয়ার
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রাজা রামমোহন রায়
D. হেনরি ডিরোজিও
২৩. কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে?
A. ১৯৭২
B. ১৯৮০
C. ১৯৯০
D. ১৯৮৪
২৪. সূর্য প্রধানত কোন কোন উপাদান দ্বারা গঠিত?
A. অক্সিজেন ও নাইট্রোজেন
B. হাইড্রোজেন ও হিলিয়াম
C. কার্বন ও অক্সিজেন
D. নাইট্রোজেন ও হিলিয়াম
২৫. ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
A. মুম্বাই
B. নয়াদিল্লি
C. হায়দ্রাবাদ
D. চেন্নাই
২৬. কম্পিউটার পরিভাষা অনুযায়ী TB এর পূর্ণরূপ কী?
A. টেকনিক্যাল বাইট
B. টেরা বেস
C. ট্রিলিয়ন বাইট
D. টেরাবাইট
২৭. কোন মহাপুরুষের জন্মদিনে “ন্যাশনাল ইয়ুথ ডে” পালিত হয়?
A. মহাত্মা গান্ধী
B. স্বামী বিবেকানন্দ
C. সুভাষচন্দ্র বসু
D. রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিলেন?
A. অ্যানি বেসান্ত
B. কমলাদেবী চট্টোপাধ্যায়
C. সরোজিনী নাইডু
D. কস্তুরবা গান্ধী
২৯. রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত—
A. পদার্থবিজ্ঞানী
B. জ্যোতির্বিজ্ঞানী
C. রসায়নবিদ
D. গণিতজ্ঞ
৩০. ভারতবর্ষে “হোয়াইট রেভলিউশন”-এর জনক কে?
A. ডঃ রাজেন্দ্র প্রসাদ
B. ডঃ ভার্গিস কুরিয়ান
C. এম. এস. স্বামীনাথন
D. জওহরলাল নেহরু





